ধর্ষকদের ফাঁসির দাবিতে যশোরে ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন এর মানববন্ধন
আবদুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি
সারাদেশে ধর্ষণের প্রতিবাদে ও ফাঁসির দাবিতে ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন এর যশোর জেলা কমিটির পক্ষ থেকে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে ।
আজকের মানববন্ধনে সভাপতিত্ব করেন ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন এর কেন্দ্রীয় উপদেষ্টা দুই বাংলার প্রখ্যাত সাহিত্যিক কবি সন্তোষ কুমার দত্ত। দক্ষিণ বাংলার প্রায় ত্রিশ টি সামাজিক-সাংস্কৃতিক মানবাধিকার সাংবাদিক পেশাজীবী ও রাজনৈতিক সংগঠন আজকের মানববন্ধনে অংশগ্রহণ করেন।
আরও উপস্থিত ছিলেন, যশোর জেলা কমিটির সভাপতি ডাক্তার মোঃ রাকিব হোসেন, মানবাধিকার কর্মী মামুনুর রশীদ লালটু, মানবাধিকার কর্মকর্তা কবি হোসনো আরা রিমা বিশ্বাস, অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ, সাবেক চেয়ারম্যান গোলাম রসুল চন্টা, এমটিভির বিশেষ প্রতিনিধি মোঃ রাশেদ আলী, মাই টিভির সাংবাদিক শফিকুল ইসলাম,জয়যাত্রা টিভির সাংবাদিক অমরেশ বিশ্বাস , আব্দুল আজিজুর রহমান, সাংবাদিক এরশাদ আলী, নুরুল ইসলাম, শোহেল আহমেদ এস এম রবিউল ইসলাম, হেলাল, রুহুল কুদ্দুস জসিম উদ্দিন প্রমুখ।