মোঃ মেজবাউল হোসেন,নীলফামারী (ডিমলা) প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলায় হারাতে বসা বাংলাদেশের জাতীয় খেলা ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত।
অদ্য ১১ অক্টোবর (রবিবার) ডিমলার ০২ নং বালাপাড়া ইউনিয়নের ছাতনাই বালাপাড়া ঘুঘু ডাংগা উত্তরপাড়ার স্থানীয় যুব সমাজ এর উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলার আয়োজন করা হয়।
উক্ত খেলাটি স্থানীয় অবিবাহিত যুব সমাজ বনাম স্থানীয় বিবাহিত যুব সমাজ এর মধ্যকার অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান, ০২ নং বালাপাড়া ইউপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকমল হোসেন লিঠু, সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ বালাপাড়া শাখা, মোঃ শফিকুল ইসলাম, ইউপি সদস্য, খগাখড়িবাড়ী ইউনিয়ন, মোঃ মেজবাউল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক, ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্য পরিষদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলাটি পরিচালনা করেন মোঃ খাইরুল আলম লাভলু।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,”হাডুডু বাংলাদেশের জাতীয় খেলা, কিন্তু হাডুডু ঐতিহ্য দিন দিন হারাতে বসেছে। বর্তমান প্রজন্ম শুধু বইয়ের পাতায় পড়ছে, কিন্তু হাডুডু বাস্তব রুপ দেখছে না। তাই আজকের এই খেলার আয়োজন আসলেই একটি ভালো উদ্যোগ। আশা করি প্রতি বছরই এভাবে আয়োজন করা হবে বলে আমি আশা করি।”