মুন্সীগঞ্জে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর মহিউদ্দিনকে বঙ্গ বন্ধুর স্মৃতিফলক প্রদান ।

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২০

হাবিব হাসান মুন্সিগঞ্জ প্রতিনিধি ঃ

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (রাজনৈতিক) মাহবুব হোসেনের পক্ষ থেকে মুন্সীগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বঙ্গবন্ধুর আলহাজ্জ্ব মোঃ মহিউদ্দিনকে বঙ্গ বন্ধুর স্মৃতিফলক প্রদান করা হয়।

মুন্সীগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে এ স্মৃতিফলক প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পঞ্চসার ইউপি চেয়ারম্যান আলহাজ্জ্ব গোলাম মোস্তফা, বাংলাদেশ পোষ্ট ও কালবেলার জেলা প্রতিনিধি ও অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন মুন্সীগঞ্জ এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল, দৈনিক আলোকিত সকালের মুন্সীগঞ্জ সদর প্রতিনিধি ও জাগো মুন্সীগঞ্জ এর প্রকাশক ও সম্পাদক মোঃ সুজন বেপারী, কেন্দ্রীয় জাতীয় পাটির সদস্য ও মুন্সীগঞ্জ মহিলা জাতীয় পার্টির সভানেত্রী কাকন ও বিশিষ্ট ব্যবসায়ী ফটোগ্রাফার,জুবাইদা নাজনিন চৌধুরী।

জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ্ব মোঃ মহিউদ্দিন অতিরিক্ত আইজিপি (রাজনৈতিক) মাহবুব হোসেনের পক্ষ থেকে স্মৃতিফলক প্রদান করায় তাঁকে আন্তরিক ধন্যবাদ এবং তাঁর সুস্বাস্থ ও মঙ্গল কামনা করেন।

উল্লেখ্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত হাতিয়ার হিসেবে সব সময় বঙ্গবন্ধুর পাশে থেকে কাজ করেছেন, তার একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন, এজন্য তিনি মুন্সিগঞ্জ জেলা বাসীর কাছে বঙ্গবন্ধুর মহিউদ্দিন খ্যাত নামে পরিচিত হয়েছেন।




error: Content is protected !!