ফকিরহাটে জাতীয় শ্রমিকলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২০

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ-

বাগেরহাটের ফকিরহাটে জাতীয় শ্রমিকলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ই অক্টোবর) বিকাল ৫ টায় উপজেলা অডিটোরিয়ামে ফকিরহাট উপজেলা শ্রমিকলীগের সভাপতি শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনিমেষ দাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফকিরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি স্বপন দাশ।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি রেজাউর রহমান মন্টু।

প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ফকিরহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শিরিনা আক্তার কিসলু,বাগেরহাট জেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক।

আলোচনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,ফকিরহাট উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহিদ সুজা, জেলা পরিষদের সদস্য ও ফকিরহাট উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, জেলা শ্রমিকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক রিয়াজ শেখ,মোঃ সরোয়ার হোসেন শেখ,উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক শেখ শরিফ প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ফকিরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ বলেন, জাতীয় শ্রমিকলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সকলের অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। জাতীয় শ্রমিকলীগ বিভিন্ন আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে।শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সকল সময় সাধারণ শ্রমিকদের পাশে থাকতে হবে।শ্রমিকরা তাদের ন্যায্য বেতন -বোনাস সঠিকভাবে পাচ্ছে কিনা সেদিকেও খেয়াল রাখতে হবে।শ্রমিকদের একসাথে কাধেকাধ মিলিয়ে দেশের অর্থনৈতিক সেক্টর এগিয়ে নিয়ে যেতে হবে।শ্রমিকদের প্রতি জননেত্রী শেখ হাসিনা যথেষ্ট আন্তরিক।

কোভিড-১৯ করোনাভাইরাস পরিস্থিতি কালীন মাননীয় প্রধানমন্ত্রী শ্রমিকদের পাশে ছিলেন।তাই আজ সকলের অঙ্গীকার নিতে হবে।সকলে কাধে কাধ মিলিয়ে এগিয়ে যেতে হবে।




error: Content is protected !!