কাকাইলছেওয়ে অভিযান চালিয়ে ৭ দশমিক ৬৮ একর সরকারি ভূমি দখলমুক্ত করেছেন উপজেলা প্রশাসন

প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০২০

নিজস্ব প্রতিনিধি- কাকাইলছেওয়ে অভিযান চালিয়ে বেদখল হওয়া ৭ দশমিক ৬৮ একর সরকারের মালিকাধীন জায়গা দখলমুক্ত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন ও সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশের নেতৃত্বে গঠিত টিম।
জানা যায়,
আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ের বিভিন্ন স্হানে শত শত একর সরকারের মালিকাধীন জায়গা বেদখল করে ভোগ করে আসছে নানা লোকজন।
কেউ কৃষিজমি করছে আবার কেহ স্হাপনা নির্মাণ করে ভোগদখলে রয়েছে। আবার সরকারি জায়গার মালিকানা নিয়ে রয়েছে অন্তর্কলহ, মামলা মোকদ্দমা ও আধিপত্য বিস্তারের দন্ধ। এরই ধারাবাহিকতায়, আজ রবিবার বিকাল অনুমানিক ৪ টায় বেদখল হওয়া সরকারি জায়গা উদ্ধারে নামে উপজেলা প্রশাসনের নেতৃত্বে গঠিত একটি টিম। কাকাইলছেও চৌধুরীবাজারের পার্শ্ববর্তী কাকাইলছেও মৌজার প্রায় ৭ দশমিক ৬৮ একর সরকারি খাস ভূমি, উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন ও সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশের নেতৃত্বে সরকারের দখলে নিয়ে আসেন।
এ ছাড়া দখলমুক্ত হওয়া ভূমি পুনঃরায় যেন কেউ বেদখল করতে না পারে সে জন্য খাস ভূমিতে লাল পতাকা টানিয়ে দেয়া হয়।
উদ্ধারকৃত জায়গা ভূমিহীনদের পূনর্বাসন করা হবে বলে জানা গেছে।




error: Content is protected !!