কলাপাড়ায় ইয়াবাসহ কথিত পুলিশের সোর্স (১) মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ॥

রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কলাপাড়ায় এক মাদক
ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ব্যাব। সোমবার পায়রাবন্দর এলাকা থেকে পুলিশের
কথিত সোর্স উজ্জল কাজী (৩৫)কে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ র্যাব-৮,
সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করেছে।
উজ্জল কাজী কলাপাড়ার বাদুরতলি এলাকার শাহজাহান কাজীর ছেলে।
র্যাব-৮, সিপিসি-১ – পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার
সহকারী পরিচালক মো: রবিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো
হয়, গ্রেফতারকৃত উজ্জল কাজী পেশায় একজন মোটরসাইলেক চালক কিন্তু ইয়াবাই
তার মূল ব্যবসা। সে এলাকায় দীর্ঘ দিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছে।
মাদকবিরোধী এ অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৮, সিপিসি-১ – পটুয়াখালী
ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক মো: রবিউল ইসলাম।
তিনি জানান, জব্দ করা করা ৪৬ পিস ইয়াবাসহ গ্রেফতারকৃত আসামীকে কলাপাড়া
থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে কলাপাড়া থানায়
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।