মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ থানা প্রশাসনের আয়োজনে সেনবাগ পৌরশহরে ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কাদরা হামিদিয়া দাখিল মাদ্রাসার হল রুমে অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আলহাজ্ব রফিকুল ইসলামের সভাপতিত্বে এসআই তারেকুর রহমান ও এসআই নাজমুল ইসলামের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন সেনবাগ প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি সাংবাদিক এম এ আউয়াল।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন,স্হানীয় কাউন্সিলর মো: মহিন উদ্দিন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মন্জুর মোরশেদ আলম, জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক নুর নবী চিশতি,দক্ষিণ অর্জুনতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার জাহান, কাদরা হামিদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষানুরাগী সদস্য আমির হোসেন লিটন, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক আশ্রাফুল আলম রানা।
সমাবেশে বক্তব্য রাখেন, দ: কাদরা জামে মসজিদের ইমাম মাওলানা আ: মতিন,সাবেক ছাত্রনেতা এয়াছিন আলী বাবর, সেনবাগ মডেল একাডেমীর শিক্ষক শিরীন আক্তার, শিক্ষার্থী ফারজানা আক্তার প্রমূখ।
পৌরসভার ৪,৫ ও৬ নং ওয়ার্ডে গণসচেতনতা বৃদ্ধিকল্পে বক্তারা মূল্যবান বক্তব্য রাখেন।
সমাবেশে, শিক্ষক, জনপ্রতিনিধি,শিক্ষার্থী, অভিভাবক,ব্যবসায়ী সহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।
অপরদিকে, উপজেলার ৯ টি ইউনিয়নে পুলিশ প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।