ঝিনাইদহে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের জাতীয়করনের দাবীতে মানববন্ধন
মোঃ শহিদুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
ঝিনাইদহে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ ৭ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার ২১শে অক্টোবর সকাল ১১ টার সময় ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমতি এ কর্মসূচী পালন করেন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিস্ঠান ব্যানার ফেস্টুন নিয়ে শিক্ষক সমিতির নেতৃ বৃন্দসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা অংশগ্রহন করেন। মানব বন্ধন শেষে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বরাবর স্মারক লিপি প্রদান করেন।
মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও জেলা কমিটির প্রধান উপদেষ্টা, মোঃ আনোয়ার হোসেন, সভাপতি, মোছাঃ নাসরিন বেগম, সাধারণ সম্পাদক, মোঃ জমির হোসেন তাইফুর ইসলাম, আঃ মামুন,নাজমুল হক, সহ অন্যান্যরা।
এ সময় বক্তরা মাদ্রাসা জাতীয়করণ,শিক্ষকদের পিটিআই প্রশিক্ষণ ,আসবাবপত্র সরবরাহ,অফিস সহকারী নিয়োগসহ ৭ দফা দাবী জানান।