নন্দীগ্রামে ২ চাল ব্যবসায়ীর জরিমানা

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২০

নাজমুল হুদা, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ঃ পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনে বগুড়ার নন্দীগ্রামে ২ চাল ব্যবসায়ীর জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২১শে অক্টোবর বিকেল সাড়ে ৫ টায় নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতারের ভ্রাম্যমাণ আদালত পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনে উপজেলার কুন্দারহাটের চাল ব্যবসায়ী রফিকুল ইসলামকে ৩ হাজার টাকা ও আশরাফ আলীকে ১০ হাজার টাকা জরিমানা করে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতার জানিয়েছেন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন অমান্য করায় তাদেরকে জরিমানা করা হয়েছে। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন থানার এসআই তৌহিদুল ইসলাম।




error: Content is protected !!