১নং আজমিরীগঞ্জ সদর ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে মোবারুলের শাড়ি-পাঞ্জাবী বিতরনঃ

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২০

নিজস্ব প্রতিনিধিঃ
১ নং আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শ্রী শ্রী দূর্গাপুজা উপলক্ষে গত ২১ ও আজ ২২ তারিখ দু দিন ব্যাপী বাড়ি বাড়ি গিয়ে প্রায় ২ শতাধিকেরও অধিক শাড়ি ও পাঞ্জাবী উপহার তুলে দেন আশরাফুল হোসেন মোবারুল।
বিরাট বড় বাড়ির পক্ষ থেকে আশরাফুল হোসেন মোবারুল করোনার ভাইরাসের শুরু থেকে গরিব অসহায় মানুষদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ত্রান-সামগ্রী দিয়ে আসছেন।বিগত ঈদ উপলক্ষে উপহার সামগ্রী দিয়ে ১নং আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের প্রতিটি পাড়া মহল্লায় কার্যক্রম অব্যাহত রেখেছেন।
এরেই ধারাবাহিকতায়, সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি ও পাঞ্জাবী উপহার দেন এবং শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
আশরাফুল হোসেন মোবারুল বলেন, অতীতে ও আপনাদের পাশে ছিলাম ভবিষ্যৎ-এ ও আপনাদের পাশে এইভাবে থাকতে চাই।করোনা ভাইরাসের কারনে মানুষের জীবন যাত্রা অনেক কষ্টে যাচ্ছে।আমি আমার সামর্থ্য অনুযায়ী যথটা পেরেছি মানুষকে সাহায্য করেছি।আমার এই কার্যক্রম অব্যাহত থাকবে।সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের শারদীয় উৎসব আনন্দের সামিল হতেই আমার এই উদ্যোগ।আপনাদের দোয়া ও আশীর্বাদে সর্বদা যেন আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি,আপনাদের সুখ,দুঃখের সাথী হয়ে আজীবন চলতে পারি।।




error: Content is protected !!