কলাপাড়ায় স:প্রা:বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইউপি সদস্যসহ ৩ জনের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও আত্মসাতের অভিযোগে আদালতের জরুরী আদেশ ॥

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২০

রাসেল কবির মুরাদ,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি; কলাপাড়ায় সরকারী
প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী কাম-দপ্তরী নিয়োগ দেয়ার নামে কয়েক লক্ষ
টাকা ঘুষও আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষক, বিদ্যালয় পরিচালনা পর্ষদের
সভাপতি ও ইউপি সদস্যসহ ৩ জনের বিরুদ্ধে সমনজারী করেছেন আদালত।

রবিবার ২৫অক্টোবর কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন
শাহরিয়ার’র আদালত এ আদেশ জারী করেন। ডালবুগঞ্জ ইউনিয়নের ফুলবুনিয়া
গ্রামের ভুক্তভোগী রেজা হাওলাদার’র নালিশী মামলা আমলে নিয়ে আদালত এ আদেশ
দেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ডালবুগঞ্জ ইউনিয়নের ৫৫ নং ফুলবুনিয়া
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সাইফুল্লাহ (বর্তমানে
আরামগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত), বিদ্যালয় পরিচালনা পর্ষদের
সভাপতি মো: মঞ্জু মোড়ল ও ইউপি সদস্য নুরুজ্জামান হাওলাদার রেজাকে নৈশ
প্রহরী কাম দপ্তরী পদে নিয়োগের জন্য বিভিন্ন তারিখ ও সময় দেড় লক্ষ টাকা
উৎকোচ গ্রহন করেন। এরপর চাকুরী কিংবা টাকা ফেরৎ না দেয়ায় প্রতিকার চেয়ে
ইউএনও, কলাপাড়া বরাবর অভিযোগ দেন রেজা হাওলাদার। এতে ইউএনও প্রাথমিক
শিক্ষা কর্মকর্তাকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। তদন্তে বাদীর
অভিযোগের সত্যতা পাওয়ায় ইউএনও সংক্ষুব্দ ব্যক্তিকে অভিযুক্তদের বিরুদ্ধে
আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেন।

আদালতের বেঞ্চ সহকারী মো: ফেরদৌস মিয়া আদালতের এ আদেশের সত্যতা নিশ্চিত করেন।




error: Content is protected !!