কোঁটচাদপুরে দুই মালবাহি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০

মোঃ আশাদুল ভূঁইয়া কোটচাঁদপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

কোটচাঁদপুরে ২টি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ সময় ৫টি তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর)দিবাগত রাত ২টার দিকে কোটচাঁদপুরে সাফদারপুর রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। উক্ত ঘটনার প্রেক্ষিতে লক্ষাধিক টাকার তেল নষ্ট হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বাংলাদেশ রেলওয়ে পর্যবেক্ষন টিম খুব ভোরে সেখানে উপস্থিত হন এবং দ্রুততার সঙ্গে লাইন মেরামত এবং ক্ষতিগ্রস্ত ট্যাংক সরিয়ে নিয়ে সারাদেশের সাথে খুলনার ট্রেন যোগাযোগ চালু করার জন্য চেষ্টা করে যাচ্ছেন।

তবে এ দুর্ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সাফদারপুর স্টেশন মাস্টার এর পক্ষ থেকে এখনও কোন বিস্তারিত কিছু বলা হয়নি দুর্ঘটনার কারন কি।

দুর্ঘটনার খবর পেয়ে কোটচাঁদপুর দমকল বাহিনীর সদস্যরা রাতেই সেখানে অবস্থান নেয়। প্রাথমিক উদ্ধার কাজে অংশ নেন তারা।

এছাড়া পুলিশ বাহিনী ও আনসার সদস্যরা তৎপর রয়েছে। জনসাধারণের প্রবেশ ও অগ্নি সংযোগ থেকে বিরত থাকতে বলা হয়েছে।

কোটচাঁদপুর দমকল বাহিনীর প্রধান আব্দুর রাজ্জাক তাদের কাজ দ্রুততার সঙ্গে করার আশা দিয়েছেন




error: Content is protected !!