সুপার সাইক্লোন ‘আম্ফান’ কক্সবাজার থেকে ৭৬৫ কি.মি. দূরে গুড়ি বৃষ্টি ও ধমকা হওয়া শুরু

প্রকাশিত: ৪:২৭ পূর্বাহ্ণ, মে ২০, ২০২০

ওসমান আল হুমাম,কক্সবাজার প্রতিনিধি:
বঙ্গপোসগরে সৃষ্ট ঘুর্ণিঝড় ‘আম্ফান’ কক্সবাজার থেকে ৭৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে বলে জানিয়েছে আবাহাওয়া অধিদফতর। যার ফলে কক্সবাজার সমুদ্র এলাকায় ৬ নম্বর বিপদ সংকেত বহাল রাখা হয়েছে।
শনিবার (১৯ মে) আবাহাওয়া অধিদফতরের ২৫ তম বুলেটিনে এ তথ্য নিশ্চিত করেছে।

তবে আবহাওয়াবিদারা জানিয়েছেন, কিছুটা দিক পরিবর্তন করেছে সুপার সাইক্লোন ‘আম্ফান…

উপকূলের কাছাকাছি এসে কিছুটা দিক পরিবর্তন করেছে সুপার সাইক্লোন ‘আম্ফান’। এটি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গেও আঘাত হানতে পারে। বুধবার সকাল থেকে ৭ নম্বর বিপদ সংকেতের পরিবর্তে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে হবে। এই দুটি বন্দরের আশপাশের অঞ্চলও ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।

মঙ্গলবার (১৯ মে) রাতে এসব তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস। সুপার সাইক্লোন আম্ফান ২০ মে বিকেল বা সন্ধ্যার মধ্যে খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে বাংলাদেশ অতিক্রম করতে পারে। তবে আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সন্ধ্যার মধ্যে সুন্দরবনের কাছ দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে।




error: Content is protected !!