আসলাম উদ্দিন দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের হিলিতে ছিন্তাই কারীর ছুরির আঘাতে জালাল উদ্দিন( ৬০)নামে বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহত জালাল উদ্দিন হাকিমপুর উপজেলার জালালপুর গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে বলে নিশ্চিত করেছেন হাকিমপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফেরদৌস ওয়াহিদ।
গতকাল রাত ৮টায় রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসা ধীন অবস্থায় বৃদ্ধের মৃত্যু হয় বলে জানা যায়।
ঘটনার বিবরনে জানা যায় নিহত গরু ব্যবসায়ী জালাল উদ্দিন নিজগ্রাম হতে ৬০হাজার টাকা নিয়ে পাশ্ববর্তী জয়পুর হাট জেলার পাঁচবিবি উপজেলার সোনাপুর গুচ্ছ গ্রামে গরু ক্রয় করতে যান প্রতি মধ্যে ছিন্তাই কারীরা পথ রোধ করে ইট দিয়ে মাথায় সজোড়ে আঘাত করে এপরেও ছিন্তাই কারীরা টাকা না পেয়ে ছুরি দিয়ে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে টাকা নিয়ে জালালপুর গুচ্ছ গ্রামের মাঠের মাঝে ফেলে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন দেখতে পেয়ে উদ্ধার পুর্বক বৃদ্ধকে হাকিমপুর স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতে ভর্তি করান।
রোগীর অবস্থা খারাপ দেখে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে স্থানান্তর করেন।
গতকাল রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় ঐ বৃদ্ধ মৃত্যু বরন করেন।
এ ব্যাপারে সন্দেহ ভাজন ২জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছে হাকিমপুর থানা পুলিশ বলে জানায় হাকিমপুর থানা তদন্ত ওসি মোস্তাফিজুর রহমান।
কে বা কাহারা কি কারনে ঐ গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাত করেছে এ ব্যাপারে তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ।