হিলি স্থল বন্দরে গত ২১দিনে পাথর আমদানীতে সাড়ে ৩ কোটি টাকা রাজস্ব আয়

প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০২০

আসলাম উদ্দিন দিনাজপুর প্রতিনিধি ঃ
বাংলাদেশের ২য় বৃহত্তম স্থল বন্দর দিনাজপুরে হিলিতে গত ২১দিনে ৬২হাজার৬৩৮মেঃটন পাথর আমদানী হয়েছে এতে ৩কোটি৬৭লক্ষ৯৩হাজার৭০০টাকা রাজস্ব আদায় করেছে হিলি কাস্টমস ।
এতথ‍্য জানিয়েছেন হিলি কাস্টমস রাজস্ব কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
হিলি স্থল বন্দর সি এ‍্যান্ড এফ এজেন্ট পাথর আমদানী কারক শেরেগুল ইসলাম মুন্সী জানান আমার মাধ‍্যমে রাজশাহীর বিসমিল্লাহ ফ্লাওয়ার লিঃ ভারত হতে পাথর আমদানী করে থাকেন।
মুলত এ বন্দর দিয়ে বোল্ডার ও চিপ্স এ দু ধরনের পাথর আমদানী হয়ে থাকে।
বোল্ডার ১৪ও চিপ্স ১৩ ডলার মুল‍্যে আমদানী করা হয়ে থাকে।
রেল ও সড়ক পথে এ বন্দর দিয়ে পাথর আমদানী দিন দিন বেড়েই চলেছে।




error: Content is protected !!