পটুয়াখালীতে, প্রচারনার মুখে আকস্মিক নৌকাডুবিতে ওয়ার্ড সিপিসি টিমলিডার নিহত

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, মে ২১, ২০২০

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:এদিকে বুধবার ধানখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সিপিসি টিম লীডার মো. শাহ আলম মীর (৫৪) প্রচার-প্রচারনার সময় আকস্মিক নৌকাডুবিতে মৃত্যু হয়েছে।

ঘূর্নিঝড় আম্ফানের প্রভাবে লালুয়া ইউনিয়নের ১৪টি গ্রাম প্লাবিত হয়েছে প্রায় ১০ হাজার মানুষ পানি বন্ধী হয়ে পড়েছেন বলে জানিয়েছেন ইউপি
চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস।

কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তপন কুমার ঘোষ বলেন, ঘূর্ণিঝড় আম্ফানের কারণে কলাপাড়ায় ৭৬ মেট্রিক টন খাদ্য শস্য, নগদ ৪ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। তা দিয়ে ১২টি ইউনিয়ন ও দুটি পৌরসভার দুর্গত মানুষকে সেবা দেয়া সম্ভব। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানাগেছে, এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘূর্নিঝড় আম্ফান অনেক দূর্বল হয়ে পরিস্থিতি অনুকুলে এসেছে।




error: Content is protected !!