আজমিরীগঞ্জে সরকারি খাস জমি থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলনে মোবাইল কোর্টের কারাদন্ড

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২০

অপরাধ ডেস্কঃ
আজমিরীগঞ্জ বাঁশমহাল বাজারে সরকারি খাস কৃষি জমি থেকে অনুমোদন ছাড়া অবৈধ ভাবে মাটি উত্তোলন ও বিক্রির দায়ে আজ ০৭ নভেম্বর শনিবার আনুমানিক দুপুর ৩ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মতিউর রহমান খান এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে আজমিরীগঞ্জ পৌরএলাকার নগর গ্রামের মারফত মিয়ার পুত্রঃ মোঃ হেলাল মিয়া (৩২), কে এক (০১) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালীন সময়ে এস আই বিদ্যুৎ কুমার দাশের নেতৃত্বে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা প্রদান করে।
উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খান বলেন,
পরিবেশ রক্ষায় এধরনের অভিযান চলমান থাকবে।




error: Content is protected !!