মুন্সীগঞ্জ মুক্তারপুর সেতুর উপরে গাড়িতে হঠাৎ আগুন অল্পের জন্য বেঁচে গেলেন চার আরোহী।
হাবিব হাসান মুন্সীগঞ্জ প্রতিনিধি ঃ
মুন্সীগঞ্জ মুক্তারপু সেতুর উপরে একটি গাড়িতে হঠাৎ আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন গাড়ির মালিক সাম্মী তালুকদার সহ চার আরোহী।
মুন্সীগঞ্জ শহরের ধলেশ্বরী নদীর ওপর নির্মিত ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর ওপর চলন্ত গাড়িতে যার নাম্বার (ঢাকা মেট্রো ক-১১-৩২৭২) আগুন ধরে ধোঁয়া বের হয়ে থাকে।
খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। অবশ্য ততক্ষণে গাড়ির বেশির ভাগ পুড়ে যায়। এ সময় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) মো. কাউসার আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, গাড়ির ব্যাটারির বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। চালক ও তিন যাত্রী বিকট শব্দ ও ধোঁয়ার গন্ধ পেয়ে দ্রুত নেমে প্রাণে রক্ষা পান। এরপর গাড়িটি জ্বলতে থাকে।