মানুষ মানুষের জন্য,মানবিক সাহায্যের আবেদন অসুস্থ জাহানারা বেগমের
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের তরং গ্রামের মৃত আব্দুল অযুদ কাজীর স্ত্রী জাহানারা বেগম(৬০)অনেকদিন ধরে অসুস্থতায় ভুগতেছেন।জাহানারা বেগমের একটি মাত্র ছেলে সজু মিয়া।তিনি নিজেও পঙ্গু। সজু মিয়ার কাজ করার কোনো সামর্থ্য নাই,এবং তার মাকে চিকিৎসা করানোর মতো টাকা পয়সাও তার কাছে নাই।
স্থানীয়রা জানান,কয়েকদিন ধরে জাহানারা বেগম অসুস্থ হয়ে বিছানায় পরে আছেন।পরিবারের একমাত্র উপার্জন কারী ব্যক্তি জাহানারা বেগম।ছেলেটারও কাজ করার সামর্থ্য নাই।হৃদয়বান ব্যক্তিরা এগিয়ে এলে হয়তো বেঁচে যাবে একটি জীবন।
অসুস্থ জাহানারা বেগমের কাছে জানতে চাইলে তিনি মৃদুকন্ঠে বলেন,বাবা আমাদের টাকা পয়সা নাই চিকিৎসা করাব কেমনে!আমি শুধু আল্লাহকে ডাকতেছি। এখন সব আল্লাহর হাতে।
উনার ছেলে সজু মিয়া বলেন,আমার মাকে চিকিৎসা করানোর মতো কি দেশে কেউ নাই,আমাদের পাশে দাড়ানোর মতো কি কেউ নাই।
এ বিষয়ে উত্তর শ্রীপুর ইউনিয়নের তরং গ্রামের সেরুয়ান মিয়া জানান,পরিবারটি খুব অসহায়। মায়ের পরিশ্রমে কোনো রকমে সংসার চলে তাদের। টাকার অভাবে কয়েকদিন ধরে জাহানারা বেগম বিছানায় কাতরাচ্ছেন। হৃদয়বান ব্যক্তিরা এগিয়ে এলে হয়তো বেঁচে যাবে একটি জীবন। সন্তান ফিরে পাবে মায়ের ছায়াতল।
বিঃ দ্রঃ- দৈনিক অপরাধ পত্রিকার সম্পাদকের পক্ষে সুনামগঞ্জ জেলা প্রতিনিধির মাধ্যমে সাহায্য পাঠানোর বিকাশ নাম্বার ০১৭৫৫-০১৯৯৬৯।