কলাপাড়ায় ইউপি সচিবকে লাঞ্চিত করার অপরাধে মহিপুর ইউপি সদস্য বরখাস্ত ॥
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি; কলাপাড়ায় ইউপি সচিবকে লাঞ্চিত করার অপরাধে মহিপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: সোবাহান
হাওলাদারকে তাঁর স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব
মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার শেষ বিকেলে মন্ত্রানলয়ের প্রজ্ঞাপন জারির একটি চিঠি মারফত এমন সিদ্ধান্তের কথা জানানো হয়।
স্থানীয় সূত্র ও স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন থেকে জানা যায়,কলাপাড়ার ৬নং মহিপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য মো: সোবাহান হাওলাদার কর্তৃক একই ইউনিয়ন পরিষদের সচিব মো: আব্দুর রাজ্জাককে অকথ্য ভাষায় গালি-গালাজ, হুমকি-ধামকি ও লাঞ্চিত করার অভিযোগে স্থানীয় তদন্তে প্রমানিত হওয়ায় জনস্বার্থে তাঁর দ্বারা ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ
প্রশাসনিক দৃষ্টিকোনে সমীচীন নয় মর্মে কতৃপক্ষ মনে করে। সেহেতু ৫নং ওয়ার্ডের সদস্য মো: সোবাহান হাওলাদার কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম
পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪ (১) অনুযায়ী ইউপি সদস্য মো: সোবাহান হাওলাদারকে
তাঁর স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
উল্লেখ্য, ১৩ আগষ্ট মহিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সচিবকে তাঁর কক্ষে লাঞ্চিত করা হয়। সচিব মো: আব্দুর রাজ্জাক প্রথমে ইউপি চেয়ারম্যানকে এ
ঘটনা জানান। তিনি কোনো সুরাহা করতে পারেনি। এরপর সচিব মো: আব্দুর রাজ্জাক ১৬ আগষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ ঘটনার বিচার চেয়ে আবেদন
করেন। এরপর এ ঘটনার তদন্ত করা হয়। তদন্তে ঘটনার সত্যতা প্রমানিত হয়।