নিজস্ব প্রতিনিধি;
আজ বৃহস্পতিবার সকাল ৭ঃ১০ মিনিট শিবপাশা
ঝিলের বন হাওরের মধ্যখানে অবৈধভাবে এস্ক্যাভেটর দিয়ে মাটি কাটার সংবাদ পেয়ে গোপনে স্থানীয় জমির মালিকের ছদ্মবেশে হাওরে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার মোঃ মতিউর রহমান খান।
এসময় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ১) মোঃ কামাল মিয়া (৪০), পিতা মৃত মন্তাজ মিয়া, সাং শিবপাশা, আজমিরীগঞ্জ ২) জুনায়েদ মিয়া (১৯), পিতা জানু মিয়া, সাং দূর্গাপুর, বাদৈপুর, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ৩) শামীম ফকির, পিতা মোহাম্মদ আলী ফকির, সাং রাজধরদিয়া, কাজীরহাট, বেড়া, পাবনা মোট তিনজন কে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত এ তিনজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে ০৬ (ছয়) মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এ অভিযানে উপজেলা প্রশাসনের পাশাপাশি থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
পরিবেশ সংরক্ষণে প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে।