খুলনা আফিলগেট পুলিশ চেকপোস্টে ১৬৫ বোতল ফেন্সিডিল নিয়ে আটক-১

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২০

মোঃ ইউসুফ শেখ, খুলনা প্রতিনিধিঃ

খুলনা খানজাহান আলী থানার আফিলগেট পুলিশ চেক পোষ্ট থেকে অভিনব কায়দায় মাদক পাচার কালে ১৬৫ বোতল ফেন্সিডিল সহ এক মাদক কারবারি আটক করেছে পুলিশ। সুত্রে জানা গেছে, আজ ১৪ নভেম্বর শনিবার বেলা ৩টায় খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাসের নেতৃত্বে মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এস আই দেবেশ কুমার মন্ডল ও এ এস আই তপন কুমার পাল আফিলগেট পুলিশ চেকপোস্ট সামনে থেকে একটি মটরচালিত ভ্যান দ্রুত চালিয়ে আসতে দেখে সন্দেহ হয়। ভ্যানটিকে থামিয়ে তল্লাশী করে ভ্যানের বডির নিচে নিক্ষুত এবং অভিনব কায়দায় ফেন্সিডিল সাজিয়ে রাখা দেখতে পায়। পরে গননা করে ১৬৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক মাদক কারবারি যশোর জেলা শার্শা থানার রামপুর গ্রামের মোঃ মিলন সরদারের পুত্র শাহিন সরদার(২৫)।

খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উক্ত ১৬৫ বোতল ফেন্সিডিল যশোরের বেনাপোল থেকে খুলনার জিরো পয়েন্টে নিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব আইনে মামলা হয়েছে। মামলা নং- ৯, তাং- ১৪/১১/২০।




error: Content is protected !!