
আসলাম পারভেজ, চট্রগ্রাম থেকেঃ
হাটহাজারীতে মোটর সাইকেলের পার্টস বিক্রয় কেন্দ্র অটো কেয়ার(২) উদ্বোধন করলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির হাফেজ আল্লামা জোনায়েদ বাবুনগরী। মঙ্গলবার(১৭নভেম্বর) দুপুরে হাটহাজারী উপজেলা পরিষদের পূর্ব পাশে আব্দুস ছালাম টাওয়ারের নিচ তলায় বিক্রয় কেন্দ্রটি উদ্বোধনে হাফেজ আল্লামা জোনায়েদ বাবুনগরী বলেন, ব্যবসা আল্লাহর নবী মোহাম্মদ (দঃ) এর সুন্নত। কিন্তু বর্তমানে সে সুন্নতকে অনেকে কলঙ্কিত করছেন। শরীয়ত সম্মত ব্যবসা করছেন না। তিনি বলেন বর্তমানে দেখা যায় বিভিন্ন দোকানে লিখা থাকে বিক্রিত মাল ফেরৎ নাই এটা শরীয়ত সম্মত নয়। নিয়ম হচ্ছে বিক্রিত মাল কারো অপছন্দ কিংবা কোন ক্রুটি থাকলে ফেরৎ নিয়ে টাকা ফেরৎ দিতে হবে অথবা একটা সমঝোতা করতে হবে। সুন্নত অনুযায়ী ব্যবসা করলে সে ব্যবসায় আল্লাহ বরকত দেন। আমাদের নবীও খুশি হোন। তাই সবার প্রতি অনুরোধ শরীয়ত সম্মত ব্যবসা করুন।
এ সময় পৌরসভা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক শফিউল আলম, সাংগঠনিক সম্পাদক ওজাইর আহমদ হামিদি, আওয়ামীলীগ নেতা মোঃ আজম উদ্দিন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোঃ মিজানুর রহমান, কাচারী সড়ক ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ রাশেদ, সমাজসেবক হাফেজ নুরুল ইসলাম, মোঃ আবুল হাশেম ছাড়াও দোকানের প্রোপাইটর মোঃ রাশেদ, মোঃ নাজিম প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য অটো কেয়ার(২) হাটহাজারী বাসস্ট্যন্ডস্থ ছিদ্দিক মার্কেটের দ্বিতীয় তলায় অটো কেয়ারের দ্বিতীয় শাখা।