মোঃ ইউসুফ শেখ,খুলনা প্রতিনিধিঃ করোনাভাইরাস সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ওয়েভ মোকাবেলার প্রস্তুতি হিসেবে খুলনায় মোবাইল কোর্ট পরিচালনা অব্যহত রয়েছে । সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণের হার বেড়ে যাওয়ায় গত ৮ নভেম্বর খুলনা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভার সর্বসম্মত সিদ্ধান্তের প্রেক্ষিতে ৯ নভেম্বর থেকে জেলা প্রশাসন কঠোর অবস্থা গ্রহণ করে। তারই ধারাবাহিকতায় আজ অভিযানে মাস্ক না পরায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৪৫ মামলায় ১৩ হাজার ৫শ’ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) খুলনা মহানগরীসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ অর্থদন্ড প্রদান করা হয়। জেলা প্রশাসনের মিডিয়া সেলের সূত্রে জানা যায়, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশে নগরীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপা রানী সরকার এবং নূরী তাসমিন ঊর্মি। মোবাইল কোর্ট পরিচালনাকালে মাস্ক সাথে না থাকায় এবং যথাযথভাবে মাস্ক পরিধান না করায় ৪৫ (পঁয়তাল্লিশ) জনকে মোট ১৩ হাজার ৫শ’ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮’ এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক এসব জরিমানা করা হয়। মোবাইলকোর্ট পরিচালনায় সহযোগিতা করেন এপিবিএন ও পুলিশের সদস্যগণ। স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।