কোটচাঁদপুরে বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২০

মোঃ আশাদুল ভূঁইয়া কোটচাঁদপুর ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ফুলবাড়ি ক্রিকেট একাদশ কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭শে নভেম্বর) বিকেলে উপজেলার ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফাইনাল টুর্নামেন্ট খেলা শেষ হয়েছে।
টসে জিতে ব্যাটিং করতে নেমে ছয়খাঁদা ক্রিকেট একাদশ নির্ধারিত ১৫ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ৫৭ রান করতে সক্ষম হয়।
বিনিময়ে ৫৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৭ ওভার ও ৭ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে যায়।
ম্যাচ সেরা হয়েছেন মোহাম্মদ রনি।

ফুলবাড়ি ক্রীড়া সংঘের সভাপতি মিজানুর রহমান এর সভাপতিত্বে খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আঃলীগের সিনিয়র সহসভাপতি ও ৪নং বলুহর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী লুৎফর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি মাদকের বিরুদ্ধে এবং খেলাধুলার পক্ষে জোরালো ভাবে বক্তব্য রাখেন এবং করোনার সাবধানতা অবলম্বন ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সবার প্রতি অনুরোধ করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আঃলীগের মহিলা নেত্রী রুবিনা রহমান, উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ মুকুল, ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দিন আহমেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।




error: Content is protected !!