বাহুবলে এ্সিল্যান্ড পরিচয়ে ইউপি সদস্যদের দিয়ে ৬ বেকারীতে চাঁদা দাবি করেছেন

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২০

হবিগঞ্জ প্রতিনিধি।।

বাহুবল উপজেলার কয়েকটি বেকারীর মালিকের মোবাইল নাম্বারে এসিল্যান্ড পরিচয়ে কয়েক ইউপি সদস্যকে দিয়ে চাঁদা দাবি করেছে অজ্ঞাত ব্যক্তি। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মিরপুর, হামিদনগর ও পুটিজুরী বাজারের ৬ বেকারি মালিকের মোবাইল নাম্বারে এ চাঁদা দাবি করা হয়।
এসিল্যান্ড পরিচয়ে ০১৭৩১ ৫৯৯৪৬৬ নম্বর থেকে ফোন দিয়ে তিন ইউপি সদস্যকে কয়েকটি বেকারি পাঠিয়ে ৫০/৬০ হাজার করে চাঁদা দাবি করা হয়। তবে কোন বেকারি মালিক এভাবে টাকা দিতে অনীহা জানালে ভাবনায় পড়ে যান সংশ্লিষ্ট ইউপি সদস্য। তাৎক্ষণিক এ ঘটনায় ইউপি সদস্যসহ বেকারি মালিকদের মাঝে সৃষ্টি হয় কৌতুহল।
পুটিজুরী ইউপি সদস্য জসিম উদ্দিন জানান, দুপুরের দিকে ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন তারা মিয়া তাকে বলেন পুটিজুরী হযরত শাহপরান বেকারিতে গিয়ে মালিককে এসিল্যান্ডের সাথে কথা বলানোর জন্য। ইউপি সদস্য ওই বেকারিতে গিয়ে ফোনে যোগাযোগ করে দিলে ০১৭৩১৫৯৯৪৬৬ নম্বর থেকে এসিল্যান্ড পরিচয়ে ৬০ হাজার টাকা চাওয়া হয়।
কিন্তু বেকারি মালিক এভাবে টাকা দিতে অনীহা জানালে ইউপি সদস্য বিষয়টি ভাবনায় পড়ে যান। একইভাবে সাতকাপন ইউপি সদস্য আতাউর রহমান ও বাহুবল সদর ইউপি সদস্য ফারুক মিয়াকে দিয়েও আরও কয়েকটি বেকারিতে চাঁদা দাবি করা হয়। অপর ৫ বেকারি হলো, মিরপুর বাজারের গাউছিয়া এবং এ আর রহমান বেকারি, বাহুবল গ্রামীন বেকারি, হামিদনগর আশা বেকারি, দিগাম্বর বাজার আল ইসলাম বেকারি।
উল্লেখিত বেকারীগুলোর স্ব স্ব মালিকের ব্যক্তিগত মোবাইল নাম্বারে ৫০/৬০ হাজার টাকা চাওয়া হয়।
এব্যাপারে যোগাযোগ করা হলে বাহুবল উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) খৃষ্টফার হিমেল রিছিল জানান, এভাবে কোন প্রতিষ্ঠানে টাকা চাওয়ার সুযোগ নেই। প্রশাসনের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালিত হলে পুলিশ সহ অভিযান করা হয়।

তিনি বলেন মোবাইল ফোনে ইউপি সদস্যদের ব্ল্যাকমেইল করে চাঁদা দাবি করা এটা প্রতারক চক্রের কাজ। এ বিষয়ে তদন্ত করে প্রতারকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এসিল্যান্ড জানান।




error: Content is protected !!