আবু সাঈদের সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছেন তার পরিবার ও আত্মীয় স্বজন
বিশেষ প্রতিনিধিঃ
এফআইভিডিবি-সূচনা প্রকল্পের নিউট্রেশন অফিসার মোঃ আবু সাঈদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে আছেন। তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছেন তার পিতা-মাতা, ভাই-বোন ও আত্মীয় স্বজনসহ আরও অনেকেই। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তরং গ্রামে। পাঁচ ভাই ও এক বোনের মধ্যে তিনি পরিবারের বড় ছেলে। জানা যায়, সিলেটের জকিগঞ্জ উপজেলাধীন এফআইভিডিবি-সূচনা প্রকল্পের নিউট্রেশন অফিসার মোঃ আবু সাঈদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি করোনা উপসর্গ নিয়ে গত ২৯ নভেম্বরে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার নমুনা প্রদান করেন এবং ৩০ নভেম্বরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে নমুনা পরীক্ষার জন্য পাঠালে গত ০২ ডিসেম্বর কোভিড-১৯ এর পজিটিভ রিপোর্ট আসে। গত ২৭-২৯ নভেম্বরে তিনি জ্বর, গলা ও শরীর ব্যথা অনুভব করেন এবং অত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার এস, এম, আব্দুল আহাদের চিকিৎসা ও পরামর্শ অনুযায়ী নমুনা পরীক্ষা ও ওষুধ গ্রহণ করছেন। বর্তমানে তার হালকা সর্দি, গলা ও শরীর ব্যথা রয়েছে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিকটবর্তী বাসায় হোম আইসোলেশনে রয়েছেন।