বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে হাটহাজারী উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০

হাটহাজারী প্রতিনিধি★

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের অবমাননার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে হাটহাজারীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সোহরাব হোসেন চৌধুরী নোমান এর নির্দেশনায় বিকাল ৩.৪৫ মিনিটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক নাজমুল হুদা মনির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সারোয়ার মোরশেদ তালুকদার,সাবেক সাংগঠিক সম্পাদক সুলতানুল আলম, সাবেক সদস্য হারুন উর রশিদ,নুরুল আবছার, সোলামান সওদাগর,পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম জাকির হোসেন,উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আক্তার হোসেন,
উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান রাসেলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন একটি মহল সরকারকে বেকায়দা পেলার জন্য বঙ্গবন্ধুর ভাস্কর্যকে ইসু করে ধর্মীয় দাঙ্গা সংঘটিত করতে পায়তারা চালাচ্ছে। তার ধারাবাহিকতায় রাতের আধারে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করে।অনতি বিলম্বে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে জোর দাবি জানান।
হাটহাজারী বাস স্টেশন গোল চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের দাবি জানান অনেকেই।
যে কোন মূহুর্তে জঙ্গিবাদকে রুখে দিতে হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ প্রস্তুত বলে জানান নেতৃবৃন্দ।




error: Content is protected !!