আজমিরীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী চান্দেরগাড়ি ৮ ফুট গভীর খাদে চালক সহ আহত ১২ আহতদের হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিনিধি- আজমিরীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী চান্দেরগাড়ি রাস্তা থেকে ৮ ফুট গভীর খাদের পানিতে নিমজ্জিত হয়েছে। এতে চালক সহ ১২ যাত্রী আহত হয়েছে। তাদেরকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করা হয়।
জানা যায়,
বানিয়াচং বড়বাজার থেকে ২০ জন যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী চান্দেরগাড়ি আজ সোমবার আজমিরিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেয়। অনুমানিক প্রায় ৪০ মিনিট পর অর্থাৎ দুপুর ২ টায় যাত্রীবাহী গাড়িটি আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের বিরাট ভাটিপড়া গ্রামের অদূরে তিন রাস্তার মোড়ে পৌঁছলে রাস্তা অতিক্রম করার সময় হঠাৎ করে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এরই এক পর্যায়ে যাত্রীসহ গাড়ীটি রাস্তা থেকে ছিঁটকে অনুমানিক প্রায় ৮ ফুট গভীর খাদে পানিতে নিমজ্জিত হয়। গভীর খাদেরর পানি থেকে কোন রকমে কয়েকজন যাত্রী উপরে উঠে আসে। ঘটনায় হতচকিত হয়ে স্হানীয় লোকজন এগিয়ে এসে বাকি যাত্রীদের উদ্ধার করে। একই সময় আহত ও অচেতন যাত্রীদের উদ্ধার করে সহকারী কমিশনার ( ভূমি) উত্তম কুমার দাশ তার নিজ গাড়িতে করে নিয়ে এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। আহতরা হল, কিশোরগঞ্জের ইটনার মোঃ নাইম ইসলাম অষ্টগ্রামের নান্টু দাস(৪০) জান্টু দাস(৪৫) ও মিঠামইনের কাঞ্চপুরের শিরুল মিয়ার পুত্র কাউছার মিয়া(৪২)। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।