কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
কনকনে শীতের মধ্যে পথশিশু, অসহায়, দরিদ্র জনগোষ্ঠীর পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কুষ্টিয়ার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবিকা লায়লা নাজনীন রত্না ও তার ছেলে-মেয়ে। সমাজসেবিকা লায়লা নাজনীন রত্না স্বামী ও তার দুই সন্তানকে নিয়ে ঢাকা মোহাম্মদপুরে বসবাস করলেও কুষ্টিয়ার মাতৃভূমির প্রতি যে টান রয়েছে তার প্রমাণ ইতিমধ্যে আমরা পেয়েছি। বিভিন্ন সময়ে কুষ্টিয়াতে জয় নেহালের যৌথ উদ্যোগে গরিব-দুঃখীদের পাশে দাড়িয়ে সহযোগিতা করেছেন করোনাকালীন মুহূর্তে।
সম্প্রতি এই কনকনে শীতের মধ্যে দুঃস্থ শীতার্ত মানুষদের পাশে দাঁড়ালেন রত্না ও তার সন্তানদ্বয়। গত দুদিন আগে তার ১ ছেলে ও ১ মেয়ে দুজনই পিতা-মাতার আদর্শে অনুপ্রাণিত হয়ে শীতার্ত মানুষদের মাঝে রাস্তায় দাঁড়িয়ে কম্বল বিতরণ করেছেন। কাদের পিতা সোলেমান একজন পুলিশ কর্মকর্তা হিসাবে ঢাকাতে কর্মরত রয়েছেন এই ব্যতিক্রমী পরিবারটি আমাদেরকে অনুপ্রাণিত করেছে বিশেষ করে রত্নার মত মাতার অনুপ্রেরণায় সন্তানরা আজ রাস্তায় দাঁড়িয়ে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এছাড়াও এই পরিবারটি করোনাকালীন সময়ে বিভিন্ন অসহায় দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে খাবার পরিবেশন করেছে সেই সাথে বিভিন্ন বৃদ্ধাশ্রমের বয়স্ক মানুষদের মাঝে খাদ্য বিতরণ করে গেছেন এই পরিবারটি। আমাদের দেশে অনেক ধনী পরিবারের সন্তান থাকলেও তারা এই শিক্ষা গ্রহণ করেন নাই। তবে সমাজসেবিকা রত্নার পরিবারে সন্তানদের কর্মকাণ্ড দেখলে বোঝা যায় যে এটি একটি আদর্শিক পরিবার।
আমাদের দেশে প্রচলিত আছে বাবা মায়ের শিক্ষাই প্রকৃত শিক্ষা, তাই তারা উত্তম বাবা-মা এর পরিচয় দিলেন তাদের সন্তানদের কাছে। আমরা এই সমস্ত পরিবারকে জানাই আন্তরিক অভিনন্দন।