শিবপাশায় চোলাইমদ তৈরির অভিযোগে দুই উৎপাদনকারীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২০

নিজস্ব প্রতিনিধি- শিবপাশার পশ্চিমবাগে চোলাইমদ তৈরির কাজে জড়িত থাকার অভিযোগে দুই উৎপাদনকারীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমানের ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়,
আজমিরীগঞ্জের শিবপাশার পশ্চিমবাগ ঋষিপাড়ায় দীর্ঘদিন ধরে লোকচক্ষুর অন্তরালে চুলাইমদ উৎপাদন করে এলাকার মাদকসেবীদের নিকট বিক্রি করে আসছিল। এদিকে আজ মঙ্গলবার সকাল অনুমানিক সাড়ে ১০ টায়
গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার পশ্চিমবাগ ঋষিপাড়ায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মতিউর রহমান খান এর নেতৃত্বে অভিযান চালানো হয়। একই সময় মদ তৈরীর সময় চোলাই মদ এবং মদ তৈরীর সরঞ্জামসহ মৃত- শুকদেব রবিদাসের মেয়ে সৌমিতা রবিদাস ও মৃত- বছন রবিদাসের মেয়ে লিলিমা রবিদাস,কে হাতেনাতে গ্রেফতার করা হয়। পর গ্রেফতারকৃত দুইজন’কে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ অনুসারে প্রত্যেককে ০৬ (ছয়) মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমানের ভ্রাম্যমাণ আদালত।
একই সময় চোলাইমদ ও মদতৈরীর সরঞ্জাম সর্বসম্মুখে ধ্বংস করা হয়। এ সময়,
শিবপাশা পুলিশ ফাড়ির ইনচার্জ এর নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করে।




error: Content is protected !!