খুলনা মশিয়ালী ট্রিপল হত্যা মামলার আসামীদের দ্রুত বিচারের দাবীতে প্রতিবাদ সভা

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২০

মোঃ ইউসুফ শেখ, খুলনা প্রতিনিধিঃ

খুলনা খানজাহান আলী থানাধীন মশিয়ালী গ্রামে ১৬ জুলাই ২০২০ হস্পতিবার বিকালে জাকারিয়া ও তার ভাইয়েরা অস্ত্র দিয়ে মিল শ্রমিক মুজিবরকে পুলিশের কাছে ধরিয়ে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর উপর জাকারিয়া-জাফরিন-মিল্টন বাহিনী নির্বিচারে গুলি বর্ষণ করে। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় মশিয়ালী গ্রামের মৃত বারিক শেখের ছেলে মো, নজরুল ইসলাম(৬০) একই এলাকার মো. ইউনুছ আলীর ছেলে গোলাম রসুল(৩০) এবং পরে গুলিবিদ্ধ এলাকার সাইদুল ইসলামের ছেলে আটরা মেট্রো টেকনিক্যাল এন্ড বিএম কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র সাইফুল ইসলাম(২২) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।মিল শ্রমিক নজরুল, কলেজ ছাত্র সাইফুল ও দিনমুজুর রসুল হত্যায় জড়িত বহিষ্কৃত আওয়ামীলীগ নেতা জাকারিয়া হোসেন তার ভাই বহিষ্কৃত ছাত্রলীগ নেতা শেখ জাফরিন ও শেখ মিল্টন সহ হত্যাকান্ডের সাথে জড়িত সকলের দ্রুত বিচার এবং হত্যাকান্ডের ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের দাবীতে শুক্রবার বিকাল ৩টায় ইষ্টার্ণগেট সংলগ্নে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বেগ লিয়াকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, প্রমুখ।




error: Content is protected !!