বদলপুরে মধ্যরাতে প্রশাসনের অভিযান আটক এক ব্যাক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড

প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০

নিজস্ব প্রতিনিধি- আজমিরীগঞ্জের বদলপুরে অবৈধ পন্থায় এক্সেভেটরের মাধ্যমে অবৈধভাবে
মাটি উত্তোলনের দায়ে ইন্দ্রজিৎ দাস (৪০) নামে এক ব্যক্তিকে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার( ভুমি) উত্তম কুমার দাশের ভ্রাম্যমান আদালত। দন্ডিত ব্যক্তি উপজেলার বদলপুর ইউনিয়নের বদলপুর গ্রামের সুরেশ দাসের পুত্র।
জানা যায়,
গত শুক্রবার রাত সাড়ে ১২ টায় বদলপুর ইউনিয়নের বদলপুর-ঝিলুয়া রাস্তায় অভিযান চালিয়ে ইন্দ্রজিৎ আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উত্তমকুমার দাশ।
স্থানীয়সুত্রে জানা যায়, প্রতিদিন রাতের আধাঁরে আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর, শিবপাশা,জলসুখা,ও কাকাইলছেও ইউনিয়নের
বিভিন্ন স্থানে এক্সেভেটর মেশিনদ্বারা সরকারি অনুমতি ছাড়াই অবৈধ পন্থায়
মাটি উত্তোলন করে আসছে এলাকার একাধিক অসাধুচক্র। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার দিবাগত গভীর রাতে বদলপুর -ঝিলুয়া রাস্তার পাশে মাটি উত্তোলন করার সময় উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ইন্দ্রজিৎ দাস (৪০) নামে এক ব্যাক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উল্লেখিত কারাদণ্ড প্রদান করেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ বলেন, বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অমান্য করে রাতের আধাঁরে মাটি উত্তোলন করায় ইন্দ্রজিৎ দাসকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।




error: Content is protected !!