মুন্সীগঞ্জের সিরাজদিখানে গবাদিপশুর কৃমি মুক্তকরণে কার্যক্রম অনুষ্ঠিত শুরু হয়েছে।

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২০

হাবিব হাসান মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি,

মুন্সীগঞ্জে গবাদিপশুর কৃমি মুক্তকরণে কার্যক্রম অনুষ্ঠিত শুরু হয়েছে। এ কার্যক্রম প্রাণিসম্পদ অধিদপ্তরের বাস্তবায়নে ও প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় শুরু হয়েছে। জেলার ৬ টি উপজেলার ৮১ টি ইউনিয়নে এ কার্যক্রম ৩১ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে।

আজ ২৯ তারিখ মঙ্গলবার বেলা ১১ টায় সিরাজদিখান উপজেলার লতব্দি ইউনিয়ন পরিষদে আলোচনা সভা ও ঔষধ বিতরণ করা হয়। এ সময় লতব্দি ইউনিয়নের ৫০ জন খামারিকে গবাদিপশুর কৃমি মুক্তকরণে ঔষধ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী। লতব্দি ইউনিয়ন এলএসপি দিগন্ত ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাবেক সভাপতি নজরু বাবুল, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা জান্নাত নাহার, লতব্দি ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, এলএসএ মো. আফজাল হোসেন চাকলাদার, এলএসপি সেলিনা ইসলাম,প্রমুখ্য।




error: Content is protected !!