চট্টগ্রামে জেলা পরিষদ থেকে প্লট বরাদ্ধ পেয়েও ঘর করতে পারছেন না মুক্তিযোদ্ধা পরিবারসহ অনেকেই

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১

হাটহাজারী প্রতিনিধি★

হাটহাজারীতে চট্টগ্রাম জেলা পরিষদ থেকে বরাদ্ধ নিয়েও প্লটে ঘর করতে
পারছেন না মুক্তিযোদ্ধাসহ অনেকেই। গতকাল বুধবার(৩০ ডিসেম্বর) জীবনের
নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, হাটহাজারী থানার দক্ষিণ পাহাড়তলী
মৌজায় ফতেয়াবাদ এলাকায় মুক্তিযোদ্ধা,প্রবাসী,ব্যবসায়ী ও শিক্ষকসহ আরো
কয়েকটি পরিবার জেলা পরিষদ থেকে প্লট বরাদ্ধ নেন। শর্তাবলী অনুযায়ী জেলা
পরিষদের পাওনা টাকা আদায় পূর্বক গত ১৯/০৩/২০১৯ইং স্মারকমুলে যার যার প্লট
ঘর নির্মাণের সিদ্ধান্ত নেন । সেখানে আবাসিক অবকাঠামো নির্মাণের জন্য
উদ্যেগ নিতে প্রত্যেক প্লটের মালিক ঘর নির্মাণ করতে গেলে প্রতিপক্ষরা
বাধা দেন। তাদের বাধার সম্মুখে নিরাপত্তাহীনতায় ভুগছেন প্লটের মালিকেরা।
সংবাদ সম্মেলনে প্লটের মালিকানাধীন ১০জনসহ আরো অনেকেই লিখিত অভিযোগ পেশ
করেন। প্লটের মারিক সাবেক অধ্যক্ষ (অব)সামশূল রহমান প্লট নং ১৬ , বলেন,
জেলা পরিষদ থেকে প্লট বরাদ্ধ পেয়েও উক্ত জমিতে ঘর করতে বাধার সম্মুখীন
হতে হচ্ছে। এ ছাড়া জমিতে গেলেও হুমকির সম্মুখীন এবং নিরাপত্তহীনতায় ভুগছি
পরিবার নিয়ে। প্রবাসীর স্ত্রী শাহনাজ বেগম বলেন,জেলা পরিষদ থেকে প্লট
বরাদ্ধ নিয়ে সেখানে আবাসিক অবকাঠামো নির্মাণ করতে গিয়ে বাধার সম্মুখী হই।
বিষয়টি লিখিত ভাবে হাটহাজারী মডেল থানায় অবহিত করা হয়েছে বলে জানান
ক্ষতিগ্রস্তরা। সংবাদ সম্মেলনে প্লট দাতারা জীবনের নিরাপত্তা চেয়ে
প্রশাসনের সহযোগিতা কামনা করেন।




error: Content is protected !!