খুলনা জেলা প্রশাসনের একজন ম্যাজিষ্ট্রেটের করোনা সনাক্ত

প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, মে ২৮, ২০২০

মোঃ রায়হান আলী,(ব্যুরো প্রধান),খুলনাঃ-

আজ বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে ঢাকার একটি হাসপাতালে খুলনা জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট (৩০) নমুনা পরীক্ষায় করোনা সনাক্ত হয়েছেন। বর্তমানে তিনি বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বাসক (মিডিয়া সেল) বলেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের গত এক সপ্তাহ আগে সামান্য করোনা উপসর্গ দেখা দিয়েছিল। তখন খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে তার করোনা পরিক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে। পরবর্তীতে আজ বৃহস্পতিবার (২৮মে) ঢাকার একটি হাসপাতালে তার করোনা শনাক্ত হয়েছে। তিনি বর্তমানে সুস্থ আছেন ও ঢাকায় বাড়ীতে চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থা গুরুত্বর হলে হাসপাতালে নেওয়া হবে।
উল্লেখ্য প্রশাসন সূত্র মতে,খুলনা জেলায় এ পর্যন্ত ৬৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৫ জন সুস্থ হয়েছেন ও ৩ জন মারা গেছেন।




error: Content is protected !!