নন্দীগ্রামে ভোট প্রার্থনায়  ব্যস্ত প্রার্থীরা

প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১

নাজমুল হুদা, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ঃ

আগামী ৩০ জানুয়ারি বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সেদিকটা লক্ষ্য রেখে ভোট প্রার্থনায় ব্যস্ত প্রার্থীরা। নন্দীগ্রাম পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৯শ’ ৪৪ জন। নন্দীগ্রাম পৌরসভার মেয়র পদে ৩, ৯ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৭ ও ৩ সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর পদে ১৪ জন প্রাথী  প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রার্থীরা প্রত্যাশা আর প্রতিশ্রুতির ফুলঝুড়ি নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছে। কুয়াশাঘন তীব্র শীত উপেক্ষা করে  প্রার্থীরা ভোট প্রার্থনায় ব্যস্ত সময় অতিক্রম করছে। মর্যাদার লড়াইয়ে প্রার্থীদের নেই কোনো পিছুটান। মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনিছুর রহমান নৌকা প্রতীক, বিএনপি মনোনীত প্রার্থী সুশান্ত কুমার সরকার শান্ত ধানের শীষ প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান সিদ্দিকী জুয়েল জগ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে। আনিছুর রহমান নন্দীগ্রাম পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি। তিনি ৯নং ওয়ার্ড থেকে ২ বার কাউন্সিলর নির্বাচিত হন। সুশান্ত কুমার সরকার শান্ত ২ বার ইউপি সদস্য, ২ বার ইউপি চেয়ারম্যান ও ১ বার মেয়র নির্বাচিত হয়েছিলেন। কামরুল হাসান সিদ্দিকী জুয়েল ২ বার মেয়র নির্বাচিত হন। তাই ৩ মেয়র প্রার্থীরই নির্বাচনে অভিজ্ঞ। দলীয় প্রার্থীরা দলের নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ ও ভোট প্রার্থনা করছেন। স্বতন্ত্র প্রার্থী পরিবার-স্বজনদের নিয়ে ভোট প্রার্থনা করছে। নন্দীগ্রাম পৌরসভা নির্বাচন সামনে রেখে ভোটারদের মাঝেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। চা স্টলেও ভোটারদের সমাগম বেশি দেখা যাচ্ছে। পোস্টারে ছেয়ে গেছে নন্দীগ্রাম পৌর এলাকা। প্রার্থীদের প্রচার-প্রচারণায় মাইকিংও চলছে। তাই নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনের প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। নন্দীগ্রাম পৌরসভা নির্বাচন বিষয়ে সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সালামের সাথে কথা বললে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে নন্দীগ্রাম পৌরসভা নির্বাচন সম্পন্ন করতে আমাদের সবধরণের প্রস্তুতি রয়েছে। আশাকরি নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে। 




error: Content is protected !!