দিনাজপুর জেলার চিরিবন্দর উপজেলায় ৮ম শ্রেণীর ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ, বর ও কনের বাবার জরিমানা

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, মে ২৯, ২০২০

আসলাম উদ্দিন জেলাপ্রতিনিধি দিনাজপুর

দিনাজপুরের চিরিবন্দর উপজেলায়  বাল্য বিবাহের অভিযোগ  পাওয়া গিয়েছে।খবর পেয়ে নির্বাহী ম্যাজিষ্টেট ওথানা পুলিশ গিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিবাহ বন্ধ এবং বর ও মেয়ের বাবার জরিমানা করেন।

চিরিবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের রাণীপুরমালুয়া পাড়া গ্রামে এঘটনা ঘটে। ঐ গ্রামের শহিদুল ইসলামের  মেয়ে চিরিবন্দর এন আই স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রীর সাথে পঞ্চগড় ঝেলার দেবীগঞ্জ উপজেলার আঃ সামাদের ছেলে আমিনুল( ২৬) সাথে বিয়ে ঠিক হয়ে বিয়ের আয়োজন চলছিল।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা (ভুমি ) অফিসার ওনির্বাহী ম্যাজিষ্টেট ইরতিজা হাসানের নেতৃত্বে একটি বিশেষ টিম ঘটনা স্থলে গিয়ে বিয়ে ব্ন্ধ করে দেন এবং বরকে ১০০০টাকা ওমেয়ের বাবাকে ২০০০টাকা জরিমানা করেন।

মেয়ের বাবার নিকট লিখিত জবান বন্দী নেন যে মেয়ের বয়স ১৮বছর না হওয়া পর্যন্ত  বিয়ে দিবেন না ।




error: Content is protected !!