কলাপাড়ায় ৩ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০মন জাটকা ইলিশ আটক করলো নৌ-পুলিশ ॥

প্রকাশিত: ৯:৩৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২১

রাসেল কবির মুরাদ,পটুয়াখালী প্রতিনিধি ঃ কলাপাড়ায় রাবনাবাদ নদী মোহনায় অভিযান চালিয়ে ৩ লাখ মিটার অবৈধ কারেন্ট ও বেড় জালসহ ১০ মন
জাটকা ইলিশ জব্দ করেছে কুয়াকাটা নৌ-পুলিশ।সোমবার সন্ধ্যার পর থেকে মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত রাবনাবাদ ও আন্ধারমানিক নদী থেকে এসব মাছ ও অবৈধ কারেন্ট জাল অঅটক করা হয়।মঙ্গলবার দুপরের দিকে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডলের নির্দেশক্রমে এসব অবৈধ জাল কলাপাড়া হ্যালিপ্যাড মাঠে পুড়িয়ে ফেলা হয়। আটককৃত এসব জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৯০ লাখ টাকা এবং জব্দকৃত জাটকা ইলিশ বিভিন্ন এতিমখানা মাদ্রাসার ছাত্রদের মাঝে বিতরন করা হয়। এসময়.উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী, কুয়াকাটা নৌ-পুলিশের ইনচার্জ এস আই মাহমুদ হোসেন মোল্লা ও এ.এস আই কামরুল ইসলাম।এসময় কুয়াকাটা নৌ-পুলিশের ইনচার্জ এস আই মাহমুদ হোসেন মোল্লা জানান,রাতভর অভিযান চালিয়ে এসব মাছ ও অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে এবং এ
জাটকা বিরোধী অভিযান অব্যাহত থাকবে।




error: Content is protected !!