হাকিমপুর (হিলি)পৌরসভার মেয়র হিসেবে২য় বার পুনরায় নির্বাচিত হলেন জামিল হোসেন চলন্ত
আসলাম উদ্দিন দিনাজপুরঃ
২য় ধাপে পৌরসভা নির্বাচনে হাকিমপুর পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে নৌকা প্রতীক নিয়ে ২য়বার পুনরায় নির্বাচিত হলেন জামিল হোসেন চলন্ত।নিকটতম প্রতিদ্বন্দ্বি ধানের শীষ প্রতীক নিয়ে শাখাওয়াত হোসেন শিল্পীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে পুনরায় নির্বাচিত হন।
৩০শে জানুয়ারি সন্ধ্যায় হাকিমপুর উপজেলা অডোটরিয়ামে জেলা নির্বাচন কর্মকর্তা মোঃশাহিনুর ইসলাম এ ফলাফল ঘোষনা করেন।এসময় পুলিশ সুপার আনোয়ার হোসেন অতিরিক্ত পুলিশ সুপার উপজেলা নির্বাহী অফিসার উপজেলা নিবাচন কর্মকর্তা শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।এসময় নৌকা প্রতীক নিয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি জামিল হোসেন চলন্ত ১০হাজার ৯৬৫ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। নিকট তম প্রতিদ্বন্দ্বি ধানের শীষ প্রতীক নিয়ে উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী পেয়েছেন ৪হাজার ৯৩৭ভোট।নির্বাচনে অপর দুই প্রতিদ্বন্দ্বি সতন্ত্র পার্থী মিশর উদ্দিন সুজন নারিকেল গাছ প্রতীক নিয়ে ৩৭০ভোট ইসলামী আন্দোলনের প্রার্থী সুরুজশেখ ২৩০ভোট পেয়েছেন।হাকিমপুর পৌরসভার ২১হাজার ৬৩১ভোটের মধ্যে ভোটার উপস্থিত ছিলেন ১৬হাজার ৪৬৮ জন।পৌরসভা নির্বাচনে ৭৬%ভোটার ভোট প্রদান করেন।