মুন্সীগঞ্জে উৎসব মুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠ নির্বাচন; নৌকা প্রার্থীর জয়।

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২১

হাবিব হাসান মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি,

মুন্সীগঞ্জে উৎসব মুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠ নির্বাচন সম্পূর্ন হয়েছে। মুন্সীগঞ্জ পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত বর্তমান মেয়র প্রার্থী হাজ্বী মোহাম্মদ ফয়সাল বিপ্লব (নৌকা প্রতীক) নিয়ে বিপুল ভোটে জয় লাভ করেছেন। মুন্সীগঞ্জ পৌরসভায় মোট ২৫টি কেন্দ্রে ৫৩ হাজার ৩৭৪ জন ভোটারের মধ্যে ৩২ হাজার ৪১৫ জন তাদের ভোট প্রয়োগ করেছেন। ভোট প্রয়োগের হার ৬০.৭৩ শতাংশ। বর্তমান মেয়র প্রার্থী হাজ্বী মোহাম্মদ ফয়সাল বিপ্লব নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২৭ হাজার ২শ ৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত মেয়র প্রার্থী শহিদুল ইসলাম ধানের শীর্ষ নিয়ে পেয়েছেন ২৬শ ৪ ভোট।পৌরসভার ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে বিজয় লাভ করেছেন। বিজয়ীরা হলেন ১নং ওয়ার্ডে খায়রুল ইসলাম (উটপাখি), ২নং ওয়ার্ডে মো. সোহেল রানা রানু (পানির বোতল), ৩নং ওয়ার্ডের মো. মকবুল হোসেন (ডালিম), ৪নং ওয়ার্ডে আনোয়ার হোসেন (ব্লাকবোর্ড), ৫নং ওয়ার্ডে মো. মতিউর রহমান স্বপন (পাঞ্জাবি ), ৬নং ওয়ার্ডে আবু সাত্তার মুন্সি (টেবিল ল্যাম্প), ৭নং ওয়ার্ডে শফিকুল হাসান তুষার (পানির বোতল), ৮নং ওয়ার্ডে আওলাদ হোসেন (উটপাখি), ৯নং ওয়ার্ডে সাজ্জাদ হোসেন সাগর (উটপাখি)এছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী নাগির্স আক্তার (আনারস), পারভিন আক্তার (আনারস), রুমা বেগম (জবা ফুল) নিয়ে বিজয় লাভ করেছেন। মুন্সীগঞ্জ জেলা রির্টানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা আরিফুল হক বেসরকারীভা তোবে এ বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।দৈনিক বাংলাদেশ কণ্ঠ, ও অনলাইন পোর্টাল দৈনিক অপরাধ মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি হাবিব হাসান নির্বাচন কমিশনারের মাধ্যমে প্রতিটি ভোট কেন্দ্র ঘুরে এ তথ্য সংবাদ প্রকাশ করেন।




error: Content is protected !!