রবিউল ইসলাম সুইট, হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়কের যানজোট নিরসন লক্ষ্যে স্থানীয় আমদানি-রফতানিকারক গ্রুপ ব্যবসায়ীদের নিয়ে এক জরুরী আলোচনা
সভা অনুষ্টিত হয়েছে।
আজ শনিবার বেলা ১১ টায় আমদানি-রফতানিকারক গ্রুপের নিজস্ব কার্য্যালয়ে সংগঠনটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুনের সভাপতিত্বে আলোচনা সভায় দীর্ঘদিন পরে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের মালবাহী ট্রেন হিলি রেল ষ্টেশনে আসায় দেশের বিভিন্ন জায়গা থেকে লোড নিতে আসা ট্রাকের চাপে হিলি মাদ্রাসা সংলগ্ন রেল ষ্টেশন রাস্তা, বাজারের দ্বীমুখি রাস্তাসহ বন্দরের প্রধান সড়কে তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় রাস্তা সংলগ্ন আবাসিক এলাকা, মাদ্রাসা, বাজারের বাইপাস রাস্তা দিয়ে জনসাধারনের চলাচল এবং অন্যান্য যানবাহন চলাচলে বিগ্নতার সৃষ্টি হয়। এ থেকে উত্তরণের লক্ষ্যে নানা সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
সভায় পৌর মেয়র জামল হোসেন চলন্ত, আমদানি-রফতানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (মাষ্টার), আমদানিকারক বাবলুর রহমান, ট্রাক বন্দবস্তকারি সমন্বয় পরিষদের সভাপতি মাহবুরর রহমান, ট্রাক শ্রমিক নেতা মাহমুদুল চৌধুরি, ড্রাইভার কল্যান সমিতির সভাপতি হামিদুল ইসলাম, হিলি কুলি শ্রমিক ইউনিয়নের নেতা গোলাম মোরশেদ ও লিয়াকত আলী প্রমুখ।