হিলিতে প্রথম করোনা টিকা নিলেন সোহরাফ হোসেন

প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২১

রবিউল ইসলাম সুইট, হিলি(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুরে (হিলি) করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন উপজেলা চেয়ারম্যান হারুনুর উর রশীদ হারুন।
রোববার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় উপজেলা নির্বাহী অফিসার নুর-এ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিনসহ অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা: তৌহিদ আল হাসান জানান, টিকা নিতে ইতোমধ্যে সাড়ে ৩শ জন নিবন্ধন করেছেন। টিকার কর্মসূচি সফল করতে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে । প্রথম ধাপে ৩ হাজার টিকা প্রদান করা হবে।
আজকে প্রথম টিকা নিলেন পানামা হিলি পোর্ঠ লিংক লিমিটেডের গণসংযোগ কর্মকর্তা সোহরাফ হোসেন মল্লিক প্রতাব।




error: Content is protected !!