আলী আজীম,মোংলা থেকে:
মোংলা পোর্ট পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন। বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০:৩০ মিঃ খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন(এনডিসি) প্রথমে পৌর মেয়র কে শপথ বাক্য পাঠ করান।পরে ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ০৯ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলরকে এ শপথ বাক্য পাঠ করান।শপথ গ্রহণে অংশ নেন আওয়ামীলীগ মনোনীত নির্বাচিত পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, কাউন্সিলর (সংরক্ষিত মহিলা আসন) জাহানারা হোসেন, ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কবির হোসেন, ২নং ওয়ার্ডের এইচ,এম,শরীফুল ইসলাম,৩নং ওয়ার্ডের মোঃ বাহাদুর মিয়া,কাউন্সিলর (সংরক্ষিত মহিলা আসন) জোহরা বেগম, ৪নং ওয়ার্ডের মোঃ শফিকুর রহমান খাঁন,৫নং ওয়ার্ডের মোঃ শরীফুল ইসলাম(শরীফ),৬নং ওয়ার্ডের মোঃ আল-আমিন গাজী,কাউন্সিলর(সংরক্ষিত মহিলা আসন) শিউলি আক্তার,৭নং ওয়ার্ডের মোঃ হুমায়ুন হামিদ নাসির ,৮নং ওয়ার্ডের মোঃ সরোয়ার হোসেন এবং ৯নং ওয়ার্ডের মোঃ মজনু গাজী।
শপথবাক্য পাঠ করার পর নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের উদ্দেশ্য বক্তব্য রাখেন,খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এনডিসি।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মকর্তা,সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে ১৬ই জানুয়ারি মোংলা পৌরসভা নির্বাচনে তারা বিজয়ী হন।স্থানীয় সরকার(পৌরসভা) নির্বাচন আইন-২০১০ অনুযায়ী পৌরসভা নির্বাচনের পর মেয়র বা কাউন্সিলরদের নাম সরকারি গেজেটে প্রকাশের ৩০দিনের মধ্যে শপথ গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।এর আগে গত ১৬ই জানুয়ারি মোংলা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ৭ দিন পর ২৪শে জানুয়ারি বিজয়ী মেয়র ও কাউন্সিলরদের নাম,ঠিকানা ও পদসহ গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশনার(ইসি)।
মোংলা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।