রাজনগরে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা।

প্রকাশিত: ১১:২৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২১

মাসুদ আলম চয়ন মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের রাজনগরে মিছিল দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।এ সময় দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।রাজনগর উপজেলা যুবলীগের সভাপতি ময়নু খানসহ উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে পুলিশ প্রায় ২০ রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট ছুঁড়ে ।স্থানীয়রা জানান- দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার রাজনগর উপজেলার কয়েকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা জড়িত ছিলেন।
পুলিশ জানান- আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাজনগর উপজেলা এলাকায় মিছিল দেয়া নিয়ে উপজেলা চেয়ারম্যান শাহাজান খান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মিছবাহুদ্দৌজা ভেলাই সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় এক পক্ষ অপর পক্ষের দিকে ইট-পাটকেল ছুঁড়ে। এসময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় উপজেলা যুবলীগ সভাপতি ময়নু খানসহ উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়।ঘটনার খবর পেয়ে রাজনগর থানা পুলিশের পাশাপাশি জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে। প্রায় দুই ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় পুলিশ প্রায় ২০ রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট ছোঁড়ে ।মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া আহমদ, ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সাথে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ সুপার বলেন, পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে। কয়েকজন আহত হয়েছেন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছু রাবার বুলেট ও টিয়ার সেল ছোঁড়া হয়েছে।




error: Content is protected !!