লালমোহনে জোড় করে জমি দখল করার চেষ্টা- আহত ৪ জন, ১ জনের অবস্থা আশংকাজনক
লালমোহন প্রতিনিধিঃ
ভোলার লালমোহনের বদরপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চরটিটিয়া আসকর বাড়ীর পাশে জোড় করে জমি জবরদখল করতে আসে একদল সন্ত্রাসীরা। জানা যায় দীর্ঘ প্রায় ৩০ বছর যাবত ৪নং ওয়ার্ডের চরটিটিয়া এলাকার আসকর বাড়ীর পাশের জমি ক্রয়সূত্রে হারুন আসকর গংরা ভোগ দখল করে আসছে। ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে মোর্শেদ ও তার ছেলে হাসানের নেতৃত্বে রুহুল আমিন আসকর, জাকির, মামুন পাটওয়ারী, শহীদ মাল, সেলিম, ফরিদ, ডেঙ্গা লোকমান, ফরহাদ, আল-আমিনসহ একদল সন্ত্রাসীরা হারুন আসকর গংদের জমি জোড় পূর্বক দখল করতে আসে। হারুন আসকর গংরা বাধা দিলে সন্ত্রাসীরা তাদের কে দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতারী মারধর ও কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন হারুন আসকর, শাহীন আসকর, বারেক আসকর, আমেনাসহ কয়েকজন। পরে তাদের ডাক চিৎকারে এলাকা লোকজন গুরুতর আহত ৪ জনকে উদ্ধার করে লালমোহন সদর হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে হারুন আসকরের আবস্থা অশংকাজনক হওয়ায় লালমোহন হাসপাতাল থেকে ভোলা সদর হাসপাতালে রেফার করলে ভোলা সদর হাসপাতালের ডাক্তার তার অবস্থা আশংকাজনক বিধায় ঢাকাতে রেফার করেন। হারুন আসকরের লোকজন লালমোহন থানায় অভিযোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ ব্যাপারে মোর্শেদ ও তার ছেলে হাসানের সাথে মোবাইলে যোগাযোগ করলে তাদের নাম্বার বন্ধ পাওয়া যায়।