নোয়াখালী সোনাইমুড়ী পৌরসভা নির্বাচন

প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২১

মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি।
আজ ১৪ ফেব্রুয়ারী সকাল ৮টা থেকে শুরুহলো সোনাইমুড়ী পৌরসভা নির্বাচনে শান্তিপূর্ণ ভোট যুদ্ধ।এযুদ্ধে বরাবরের মতই এবারও মেয়র পদে মূল প্রতিদ্বন্ধি দুই প্রধান রাজনৈতিক দল। আওয়ামীলীগের নৌকা প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধিতায় অবর্তীর্ণ হয়েছেন ভিপি নূরুল হক চৌধুরী এবং বিএনপির ধানের শীষ প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধিতায় লিপ্ত হয়েছেন সাবেক মেয়র মোতাহের হোসেন মাণিক । প্রথমজন ক্ষমতাসীন দলের প্রার্থী হলেও তিনি লড়ছেন তাঁর বিগত শতাদর্শিক নেতৃত্ব ও ব্যাক্তিত্বের ইমেজ ও দলীয় নেতাকর্মীদের ভালবাসায় এবং আগামীর পরিচ্ছন্ন উন্নয়ন ভাবনা নিয়ে তিনি জয়লাভে আশাবাদী। দ্বিতীয়জন লড়ছেন বিএনপির দলীয় ভোট ব্যাংক পুঁজি করে। এছাড়া যদিও তাঁর বিগত ক্ষমতাসীন অবস্থায় জেলার প্রথম শ্রেণীর পৌরসভায় চোখে পড়ার মতো উন্নয়ন নেই।নেই কোন আগামীর কর্মসূচি।তবুও রাজনৈতিক দৃষ্টি ভঙ্গিতে বিএনপির ভোট ব্যাংককে পুঁজি করে তিনিও ঘরে বসে জয় লাভের স্বপ্ন দেখছেন।এবার দেখা যাক দলনিরপেক্ষ সমাজ সচেতন সাধারণ ভোটাররা কোন দিকে যায়।অনেকেই বলছেন বর্তমান উন্নয়ন বান্ধব সরকারের অধীনে দীর্ঘ দিন থেকে উন্নয়ন বঞ্চিত পৌর সভার আগামীর সার্বিক উন্নয়নের পক্ষেই রায় দিবে তারা। নির্বাচনের শুরুতে সকাল আটটায় পূরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের উপস্থিতি লক্ষনীয়।ছবিটি পৌর সভার শিমুলিয়া কেন্দ্র থেকে তোলা।




error: Content is protected !!