আপনাদের নুন খেয়েছি, গুন গাইতেই হবে-মোংলায় জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়
আলী আজীম,মোংলা থেকে:
বাগেরহাট জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় কে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে ৷ মঙ্গলবার(১৬ ফেব্রুয়ার)সন্ধ্যায় বদলী জনিত কারণে মোংলা পোর্ট পৌরসভার পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপারকে সংবর্ধনা জানানো হয় ৷ এ সময় সকলের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃস্টি হয় ৷মঙ্গলবার(১৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় মোংলা পোর্ট পৌরসভার নবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান এর সভাপতিত্বে মোংলা পোর্ট পৌরসভা চত্বরে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাগেরহাটের পুলিশে সুপার পংকজ চন্দ্র রায়।পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, ‘‘আপনাদের ট্যাক্সের টাকায় আমার বেতন হয় ৷ আপনাদের নুন খেয়েছি, গুন আমার গাইতেই হবে ৷মোংলার মানুষ কারিশমা জানে ৷ যে জাদুর জন্য সব আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হয় ৷ মোংলা বন্দর , ইপিজেড, বিমানবন্দর, রামপাল পাওয়ার প্লাট সব আপনাদের ৷ আপনাদের সোনার মানুষ গড়ে তুলতে হবে ৷ গড়ে উঠতে হবে ৷ কারন আপনাদের এই সম্পদের সঠিক ব্যাবহার না করতে পারলে সেটি টিকিয়ে রাখা বড়ই কষ্টদায়ক হবে” ৷ বাংলাদেশকে সবাই চেনে , কিন্তু কেউ কেউ মোংলাকে বেশী চেনে ৷ তিনি আরো বলেন ,মোংলার মানুষের সাথে আমার দীর্ঘ পরিচয় , কারন এটা আত্নার টান সুনামের সাথে দ্বায়িত্ব পালনে মোংলা উপজেলাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান আগত বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।মোংলা সরকারী কলেজের প্রভাষক মাহবুবুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এডিশনাল এসপি মো. সাফিন আহমেদ, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, ইউপি চেয়ারম্যানগনের পক্ষে বক্তব্য রাখেন চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম,মোংলা পোর্ট পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলরদের পক্ষ থেকে ১নং ওয়ার্ড কাউন্সিলর এস এম কবির হোসেন।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,মোংলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু সুনীল কুমার বিশ্বাস,সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী শেখ আঃ সালাম,মোংলা প্রেস ক্লাবের সভাপতি এইচ,এম,দুলাল,মোংলা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী।পুলিশের কর্মকর্তাবৃন্দ , রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন ৷পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় (পিপিএম) ২০১০ সালের ৫ জুলাই বাগেরহাটে যোগদান করেন ৷ এরপর থেকে টানা ১১ বছর তিনি এই জেলায় কর্মরত ৷ এবার তিনি বিশেষ পুলিশ সুপার হিসেবে ঢাকা সিআইডি হেড কোয়ার্টারে যুক্ত হবেন।