কলাপাড়ায় করোনাভাইরাসের টিকা নিচ্ছে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ ব্যাপক আগ্রহ বেড়েছে সাধারন মানুষের মাঝে ॥
রাসেল কবির মুরাদ,পটুয়াখালী প্রতিনিধি ঃ কলাপাড়ায় প্রতিদিনই করোনাভাইরাসের টিকা গ্রহনের ব্যাপক আগ্রহ বেড়েছে সবার মাঝে, বাড়ছে
নিবন্ধনকারীদের সংখ্যা। হাসপাতালে টিকা গ্রহনে জন্য বিভিন্ন শ্রেনী-পেশার নারী-পুরুষদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এর ধারাবাহিকতায় করোনা প্রতিরোধ টিকা নিলেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মাহবুবুর রহমান তালুকদার ও তাঁর সহধর্মিণী সাবেক কলাপাড়া উপজেলা
মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদের সদস্য প্রীতি হায়দার। এর আগে করোনা প্রতিরোধ টিকা নিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার।এছাড়াও ঢাকা দক্ষিন আওয়ামী যুবলীগ সহ-সভাপতি মুরসালিন আহম্মেদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হীরা হাওলাদার স্বপন কলাপাড়া হাসপাতালে গিয়ে টিকা
গ্রহণ করেছে। বুধবার মহিপুর যুবলীগের অহবায়ক মিজানুর রহমান বুলেট আকন করোনাভাইরাসের টিকা নিয়েছেন। এ সময় তিনি স্থানীয় যুবলীগ নেতা কর্মীদের
টিকা নেওয়ার জন্য আহবান জানান।কলাপাড়া হাসপাতাল সূত্রে জানা যায়, ডাক্তার, নার্স, গণমাধ্যম কর্মী,
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ১৪২৪ জন টিকা গ্রহণ করেছেন। এছাড়া বুধবার সাড়ে দুপুর পর্যন্ত ২৭২৮ জন রেজিষ্ট্রেশন করেছে। কলাপাড়ায় মোট ৩৫০০ জন
টিকা প্রদান করা হবে। উদ্ভোধনের প্রথম দিন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার চিন্ময় হাওলাদার করোনাভাইরাসের টিকা নিয়েছেন।করোনা টিকা নেয়ার জন্য রেজিষ্ট্রেশন বুথ চালু করা হয়েছে কলাপাডা থানায়।বিনা খরচে প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রেজিষ্ট্রেশন করা
হচ্ছে বলে জানিয়েছেন কলাপাডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান।কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার চিন্ময় হাওলাদার বলেন, ৭ ফেব্রুয়ারি রবিবার এ কর্মসূচির উদ্ভোধনের পর থেকে সাধারণ মানুষের মধ্য টিকা গ্রহণের প্রচুর আগ্রহ লক্ষ্য করছি। এখন পর্যন্ত যারা টিকা নিয়েছেন
তাদের শরীরে কোনোপ্রকার পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি না হওয়ায় মানুষের মনোবল বৃদ্ধি হচ্ছে ও টিকা নেয়ার আগ্রহ বাড়ছে।