সড়কে মাদকাসক্ত চালক আর লক্কর, ঝক্কর গাড়িতে মৃত্যু ঝুঁকি

প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২১

সৈয়দ শাহান শাহ্ পীর ||
শায়েস্তাগন্জ উপজেলাসহ হবিগঞ্জ জেলার প্রায় সর্বত্র সড়কে দুর্ঘটনা এবং বিশৃঙ্খলার অন্যতম কারণ চালকদের মাদকাসক্তি। নেশার ঘোরে বেপরোয়া হয়ে বিভিন্ন যানবাহন চালান অসংখ্য চালক। সন্ধ্যার পর আবার গাড়ির স্টিয়ারিং ধরেন অধিকাংশ কিশোর হেলপার, বেশিরভাগ ট্রাকে। তাদের মধ্যে মাদকাসক্ত বেশি। জানা যায়, প্রতিদিন-রাত্রি স্টিয়ারিং ধরে বসে থাকার শক্তি জোগাতে – ইয়াবা,গাঁজাসহ বিভিন্ন রকমের উত্তেজক মাদক সেবন করে অধিকাংশ চালক – হেলপাররা। বিষয়টি ওপেন – সিক্রেট হলেও প্রতিকারের কোনো উদ্যোগ নেই। ফলে, দুর্ঘটনা ঘটছে। অন্যদিকে,ফিটনেসবিহীন লক্কর- ঝক্কর যানবাহনের কারণে অসংখ্য দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত।




error: Content is protected !!